Site icon Jamuna Television

ব্রাজিলে তীব্র পানির সংকট

ছবি: সংগৃহীত

দীর্ঘ ৯১ বছরের মধ্যে ভয়াবহ খরায় ভুগছে ব্রাজিল। যার কারণে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ সরবরাহ।

লাতিন দেশটির দুই-তৃতীয়াংশ বিদ্যুৎ উৎপাদিত হয় জলবিদ্যুৎ জেনারেটর থেকে। কিন্তু চলতি বছর বৃষ্টির স্বল্পতার কারণে পড়তে হয়েছে সংকটে। নানা অজুহাতে বিভিন্ন ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছে প্রশাসন।

খরার কারণে গেলো আগস্টেই সাড়ে ৬ শতাংশের বেশি বাড়ানো হয়েছে বিদ্যুৎ ও পানির বিল। করোনা মহামারি মোকাবিলা করতে থাকা দেশটির জন্য বাড়তি চাপ নতুন এই সংকট।

অনেক ব্রাজিলিয়ানের অভিযোগ, মাসের বেতন বা মজুরি থেকেও বেশি খরচ হচ্ছে বিল পরিশোধে।

ইউএইচ/

Exit mobile version