Site icon Jamuna Television

ই-কমার্স নিয়ন্ত্রণ: ‘সরকার যাবে কোথায়?’

ই-কমার্স নিয়ন্ত্রণে আইন না নীতিমালা হবে তা এখনও ঠিক হয়নি। সব দিক পর্যালোচনার পরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ কথা জানান। এসময় তিনি আরও বলেন, আড়াই লাখ টাকা দামের মোটরসাইকেল বিক্রি হয়েছে দেড় লাখ টাকায়। সরকার তখন এই ব্যবসা যদি বন্ধ করতে বলতো তাহলে মানুষ ক্ষুব্ধ হতো। সরকার কোথায় যাবে?

রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে প্রতিযোগিতা কমিশন আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী। এসময় তিনি বলেন, আইন ও নীতিমালা করার বিষয়ে ভিন্ন ভিন্ন মত এসেছে। এসব পর্যালোচনা করা হচ্ছে।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ই-কমার্স সম্প্রসারণের লক্ষ্য অর্জিত হয়েছে। তবে কিছু প্রতিষ্ঠান প্রলুব্ধ করেছে, যা প্রত্যাশা ছিল না। বাণিজ্যমন্ত্রী বলেন, ডেসটিনি ও যুবকের সম্পদ বিক্রি করে প্রতিষ্ঠান দুটির ৬০ ভাগ ক্ষতিগ্রস্তের পাওনা পরিশোধ সম্ভব। তবে মামলা থাকায় এ সংক্রান্ত উদ্যোগ নেয়া যাচ্ছে না।

বাণিজ্যমন্ত্রী মনে করেন, দেশ এগিয়েছে, মানুষ সম্পদশালী হয়েছে। তবে বিনিয়োগের ক্ষেত্র যাচাই করেনি অনেকে।

Exit mobile version