Site icon Jamuna Television

প্যারিসে ২০ লাখ টাকায় বাড়ি ভাড়া করলেন মেসি

ছবি: সংগৃহীত

পিএসজির হয়ে এখনও গোলের দেখা পাওয়ার অপেক্ষায় আছেন লিওনেল মেসি। তবে থাকার জন্য বাড়ির দেখা পেয়ে গেছেন এই আর্জেন্টাইন মায়েস্ত্রো। হোটেল ছেড়ে প্যারিসে ভাড়া বাড়িতে উঠতে যাচ্ছে মেসি পরিবার। মাসে এ জন্য গুণতে হবে প্রায় ২০ লাখ টাকা।

আরএমসি স্পোর্টস জানিয়েছে, প্যারিসের সবচেয়ে বিলাসবহুল ও ধনী অংশের অন্যতম নিউয়ি-সুর-সেন এলাকায় বাড়ি ভাড়া নিতে যাচ্ছেন মেসি। নির্মল ও নিরাপত্তাবেষ্টিত এই এলাকায় আছে বেশ কিছু দূতাবাসের সদর দপ্তর। এ ছাড়া মেসির বন্ধু স্বদেশি আনহেল ডি মারিয়া ও লিয়ান্দ্রো পারেদেসও ওই এলাকাতেই থাকেন।

এ জন্য অবশ্য বেশ খরচও করতে হবে মেসিকে। প্রতি মাসে ২০ হাজার পাউন্ড দিতে হবে ভাড়া, বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ২০ লাখ টাকা। অবশ্য গত দেড় মাস ধরে প্যারিসের রয়্যাল মনসু হোটেলে যে ভাড়া দিয়ে থাকছেন মেসি, সেটার তুলনায় বাড়ি ভাড়া মেসির জন্য কিছুই না। সেখানে প্রতি রাতেই ১৭ হাজার পাউন্ড ভাড়া গুনতে হচ্ছে তাকে, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা!

/এম ই

Exit mobile version