Site icon Jamuna Television

কুমিরের পেট থেকে উদ্ধার এক মাস আগে নিখোঁজ ব্যক্তির দেহাবশেষ

একটি কুমিরের পেট থেকে উদ্ধার করা হয়েছে এক মাস আগে নিখোঁজ হওয়া এক ব্যক্তির দেহাবশেষ। ফ্লোরিডার একটি গ্রামে ঘটেছে এ ঘটনা।

গত ৩০ আগস্ট, ঘূর্ণিঝড় আইডার সময় টিমোথি স্যাটারলি সিনিয়র নামে এক বৃদ্ধকে কুমির আক্রমণ করে বলে জানায় সিএনএন। কুমিরটি আক্রমণ করার পর ওই ব্যক্তির স্ত্রী সাহায্যের জন্য বাইরে যান। ফিরে এসে তিনি আর তার স্বামীকে খুঁজে পাননি।

গত সপ্তাহে ওই বৃদ্ধের নিখোঁজহ হওয়ার জায়গাটি থেকে কুমিরটি ধরে আনা হয়। আর পরীক্ষা করে দেখা যায়, কুমিরটির পেটে মানুষের দেহাবশেষের অস্তিত্ব রয়েছে।

পরে ওই দেহাবশেষ বের করে পরীক্ষা করা হলে টিমোথির সন্তানদের সাথে তার ডিএনএ মিলে যায়।

Exit mobile version