Site icon Jamuna Television

বিয়ে করিনি বলেই আমি বিগ বস: সালমান খান

ছবি: সংগৃহীত

২০১০ সাল থেকেই রিয়েলিটি শো বিগ বসের সঞ্চালকের দায়িত্বে আছেন সালমান খান। এই অনুষ্ঠানের সাথে সম্পর্ক এবং এখনও অবিবাহিত থাকা নিয়ে বলিউডের ভাইজান বললেন, আমার সময় দখল হয়ে যাওয়ার কোনো ভয় নেই। অবিবাহিত বলেই আমি নিজেই বিগ বস।

সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে বলিউড সুপারস্টার সালমান খান বলেন, জীবনের সবচেয়ে লম্বা সম্পর্কের ক্ষেত্রে বিগ বস অনুষ্ঠানটির কথাই বলবো। আর এই রিয়েলিটি শো আমার জীবনকে অনেকটা স্থিরতাও দিয়েছে।

বিগ বস এবং সালমান খানের মধ্যে কোনো মিল আছে কিনা, এই প্রশ্নের জবাবে ৫৫ বছর বয়সী অভিনেতা বলেন, বিগ বসের সাথে সালমান খানের সবচেয়ে বড় মিল হচ্ছে, তারা উভয়েই অবিবাহিত। সেজন্য আমরা দুজনই বস। কাউকে আমরা ভয় পাই না। আমাদের সময়ের দখল কেউ নিয়ে নেবে, সে দুশ্চিন্তাও আমাদের নেই। সুখেই আছি আমরা।

/এম ই

Exit mobile version