Site icon Jamuna Television

অনলাইনে গরু কিনে প্রতারিত হয়েছিলেন বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ছবি: সংগৃহীত।

দুই বছর আগে এক লাখ টাকায় অনলাইনে কোরবানির গরু কিনতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

রোববার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন আয়োজিত ‘প্রতিযোগিতা আইন বাস্তবায়নের মাধ্যমে বাজারে সুষ্ঠু প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ সৃষ্টিতে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ নিয়ে অভিজ্ঞতার কথা জানান টিপু মুনশি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ২০২০ সালের অনলাইনে এক লাখ টাকা দিয়ে গরু কিনলাম। ছয়-সাত দিন পর বলে সেই গরু নাই। বিক্রি হয়ে গেছে। পরে আরেকটা গরু দেখালো, তার দাম ৮৭ হাজার টাকা। বেচে যাওয়া ১৩ হাজার টাকায় একটা খাসি দেয়। এইভাবে নাজেহাল হই।

তবে এমন অবস্থা এখন আর নেই বলেও সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।

Exit mobile version