Site icon Jamuna Television

লো স্কোরিং ম্যাচে হায়দ্রাবাদের বিপক্ষে পাঞ্জাবের জয়

আবারও প্রথম ওভারেই আউট ওয়ার্নার, এবার শামির শিকার। ছবি: সংগৃহীত

শেষ ওভারের রোমাঞ্চে শনিবার (২৫ সেপ্টেম্বর) আইপিএলের লো স্কোরিং ম্যাচে জয় পেয়েছে পাঞ্জাব কিংস। সানরাইজার্স হায়দ্রাবাদকে তারা হারিয়েছে ৫ রানে। পাঞ্জাবের করা ১২৫ রানের জবাবে ১২০ এর বেশি করতে পারেনি হায়দ্রাবাদ।

শারজাতে টসে হেরে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় পাঞ্জাব। গেইল, মার্করামরা জ্বলে উঠতে না পারায় মাত্র ১২৫ রানে থামে পাঞ্জাবের ইনিংস৷ জেসন হোল্ডার ১৯ রানে নেন ৩টি উইকেট।

জবাবে শুরুতেই মোহাম্মদ শামির জোড়া আঘাতে ওয়ার্নার এবং কেন উইলিয়ামসনকে হারিয়ে চাপে পড়ে হায়দ্রাবাদ৷ শেষদিকে জেসন হোল্ডারের ২৯ বলে ৪৭ রান ব্যবধান কমাতে পেরেছে মাত্র৷ ১২০ রানেই থামে হায়দ্রাবাদের ইনিংস৷

Exit mobile version