Site icon Jamuna Television

অনলাইন পরীক্ষা চলাকালীন মা হারালেন ঢাবি ছাত্র

ছবি: সংগৃহীত।

অনলাইনে পরীক্ষা চলাকালীন মায়ের মৃত্যুর খবর পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে ইংরেজি প্রথম বর্ষের শিক্ষার্থী রাজিব মোহাম্মদ অনলাইনে পরীক্ষা দেয়ার সময় তিনি মায়ের মৃত্যুর খবর পান।

বিভাগের ছাত্র উপদেষ্টা মিস নেহরীর বলেন, অনলাইন পরীক্ষার ভিতর সে বললো, মায়ের কাছে যাবে তারপর সে লিভ নিলো। পরীক্ষা শেষে আমরা জানতে পারি তার মা মারা গিয়েছে।’

রাজীবের সহপাঠী শরীফ মিয়া ফেসবুকে লিখেন, ‘অনলাইন পরীক্ষা চলছিল। প্রায় ৩০ মিনিট অতিক্রান্ত হয়েছে এমন অবস্থায়, কান্নার শব্দ পেলাম। ডিসপ্লেতে তাকিয়ে দেখি বন্ধু মোহাম্মাদ রাজিবের চোখে পানি। বলতেছে, ম্যাম, ম্যাম….., ম্যাম, আমি কি লিভ নিতে পারি! আমি একটু যাই! আমার মায়ের একটু সমস্যা হয়েছে। এক মিনিট পর লিভ নেয়ার অনুমতি পেল সে। এইতো কিছুক্ষণ আগে শুনলাম তার মা আর ইহজগতে নেই! আল্লাহ উনাকে মাগফিরাত দান করে জান্নাতবাসী করুন।’

রাজীবের মায়ের মৃত্যুতে পুরো ইংরেজি বিভাগে নেমে এসেছে শোকের ছায়া। বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন স্ট্যাটাসও দিতে দেখা যায়।

Exit mobile version