Site icon Jamuna Television

প্রতি বছর নেয়া লাগতে পারে করোনার টিকা: ফাইজার সিইও

ফাইজার সিইও, ছবি: সংগৃহীত।

ফাইজার-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং চেয়ারম্যান অ্যালবার্ট বৌরলা বলেছেন, মহামারি কাটিয়ে জনজীবন স্বাভাবিক হতে এক বছর সময় লাগতে পারে এবং প্রতি বছর কোভিড টিকা নেয়া লাগতে পারে। রবিবার তিনি মার্কিন সংবাদমাধ্যম এবিসি’র দিজ উইক অনুষ্ঠানে এসব কথা জানান।

তিনি বলেন, আমি মনে করি এক বছরের মধ্যে জীবন স্বাভাবিকতায় ফিরবে। স্বাভাবিক জীবনেও সতর্কতা বজায় রাখতে হবে। নতুন ভ্যারিয়েন্ট আসবে না বলে আমি মনে করি না। আমি মনে করি না টিকা ছাড়া আমরা জীবন যাপন করতে পারব। আমার কাছে পরিস্থিতিটা এমনই।

ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং নতুন নতুন ভ্যারিয়েন্টের উদ্ভব হতে পারে। এছাড়া আমাদের টিকাগুলোর সুরক্ষা অন্তত এক বছর টিকছে। আমি মনে করি পরিস্থিতি এমন হতে পারে যে, আমাদের প্রতি বছর টিকা নেয়া লাগতে পারে। কিন্তু এমনটি ঘটবে কিনা তা আমরা জানি না। আমাদের অপেক্ষা এবং তথ্য পর্যালোচনা করা প্রয়োজন।   

Exit mobile version