Site icon Jamuna Television

গতি হারিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের দিকে সরে যাচ্ছে সাইক্লোন গুলাব

গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ভারতের অন্ধ্র প্রদেশ এবং ওড়িষায় আছড়ে পড়া সাইক্লোন, গুলাব। গতি হারিয়ে ক্রমশ সরে যাচ্ছে পশ্চিম-উত্তর-পশ্চিমাঞ্চলের দিকে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) ভোরে প্রকাশিত ভারতের জাতীয় আবহাওয়া অধিদফতরের তথ্য অনুসারে, ঝড়টির গতিবেগ ঘণ্টায় ১৪ কিলোমিটার। স্থানীয় সময় রোববার সন্ধ্যা নাগাদ ১০০ কিলোমিটার গতিতে ভূখণ্ডে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় গুলাব। এর প্রভাবে প্রবল বৃষ্টিপাত এবং ভূমিধস দেখএছ অন্ধ্রপ্রদেশ এবং ওড়িষার উপকূলীয় শহরগুলো।

কলকাতাতেও সাইক্লোনের প্রভাবে মাঝারি বৃষ্টিপাত হয়। তবে, কোথাও কোন প্রাণহানির তথ্য মেলেনি। ঘূর্ণিঝড় ইয়াস তাণ্ডবের ৪ মাস না পেরোতেই ওড়িষায় আরও একটি সাইক্লোন সামলাতে দেশটির সরকারের ছিলো পূর্বপ্রস্তুতি। ক্ষয়ক্ষতি এড়াতে অন্তত সাতটি জেলা থেকে কয়েক হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়।

Exit mobile version