Site icon Jamuna Television

জয়ের ধারায় বার্সা; প্রত্যাবর্তনেই গোল আনসু ফাতির

প্রত্যাবর্তনেই দৃষ্টিনন্দন গোল করে উদযাপনের মধ্যমণি আনসু ফাতি। ছবি: সংগৃহীত

অবশেষে জয়ের জয়ের ধারায় ফিরলো ফুটবল ক্লাব বার্সেলোনা। লা লিগার ম্যাচে লেভান্তেকে ৩-০ ব্যবধানে হারিয়ে কিছুটা স্বস্তি ফিরেছে ক্যাটালান ক্লাবটিতে। ইনজুরি কাটিয়ে ১০ মাস পর মাঠে ফিরেই গোলের দেখা পেলেন বার্সার নতুন নাম্বার টেন আনসু ফাতি।

ঘরের মাঠ ন্যু ক্যাম্পে এদিন লেভান্তেকে কোনো সুযোগই দেয়নি ক্যাটালান ক্লাবটি। ম্যাচের শুরুতেই স্পট কিক গোলে দলকে লিড এনে দেন মেমফিস ডিপাই। ১৪ মিনিটে দারুণ ফিনিশিংয়ে লিড দ্বিগুণ করার পথে ব্লগ্রানাদের হয়ে প্রথম গোলের দেখা পান ডাচ ফরোয়ার্ড লুক ডি ইয়ং। এরপর পিকে-ডিপাইরা নষ্ট করেন গোলের সহজ সব সুযোগ।

তবে সমর্থকেরা হয়তো আশায় ছিল আনসু ফাতির প্রত্যাবর্তন দেখার জন্য। ৮১ মিনিটে বদলি হিসেবে নামেন এই তরুণ ফরোয়ার্ড। মেসির ১০ নম্বর জার্সিতে অভিষেকের দিনেই পেলেন দারুণ এক গোল। আর তাতেই বড় জয় নিশ্চিত হয় রোনাল্ড কোম্যান শিষ্যদের। এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে বার্সেলোনা।

/এম ই

Exit mobile version