Site icon Jamuna Television

প্রতিদ্বন্দ্বীকে ফাঁসাতে নিরপরাধ নারীকে হত্যা মেম্বার পদপ্রার্থীর

ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিপক্ষের মেম্বার পদপ্রার্থীকে ফাঁসাতে নিরপরাধ এক নারীকে হত্যা করেছে আরেক প্রার্থী। মাত্র ৩০ হাজার টাকার বিনিময়ে চাচাতো ভাইদের নিয়ে সাজানো হয় হত্যা পরিকল্পনা। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, পিবিআই।

সোমবার (২৭ সেপ্টেম্বর) পিবিআইর ডিআইজি বনজ কুমার মজুমদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খুনের রহস্য ব্যাখ্যা করেন। তিনি জানান, চলতি মাসের ৮ তারিখ ঢাকার সাভারের বক্তারপুরে, দর্জির কাজ করা পারুল নামের এক নারী খুন হন। এই মামলার তদন্তে পিবিআই জানতে পারে, বাগেরহাটের মোংলা থানার চিলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিপক্ষ মেম্বার প্রার্থী বিল্লাল সরদারকে ফাঁসাতে একই এলাকার জামাল হাওলাদার ও মশিউর মিলনকে দিয়ে ওই নারীকে খুন করানো হয়। পুরো পরিকল্পনা আরেক মেম্বার প্রার্থী হালিম হাওলাদারের।

খুনের সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পিবিআই। এরমধ্যে মিলন ও জামাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

Exit mobile version