Site icon Jamuna Television

খালেদা এখনই মুক্তি পাবেন কিনা বলা যাচ্ছে না: অ্যাটর্নি জেনারেল

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্টে খালেদা জিয়ার জামিন আবেদন মঞ্জুর হওয়ার প্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, তিনি এখনই মুক্তি পাবেন কিনা তা বলা যাচ্ছে না। আমরা আপিল তৈরির কাজ শুরু করেছি। কালই এটি জমা হয়ে যাবে।’

আজ সোমবার  হাইকোর্টে সাংবাদিকদেরকে তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, এটি একটি স্পর্শকাতর মামলা। এখানে এতিমের অর্থ তসরুফের বিষয়। তিনি (খালেদা জিয়া) ও তার দলের লোকজন টাকা তসরুফ করেছেন। এতিমের সম্পদ রক্ষার ব্যাপারে সরকার ও আদালত সবাই সঠিক পদক্ষেপ নেবে বলে আমি মনে করি।

মাহবুবে আলম বলেন, ‘জামিন আবেদনে বলা হয়েছে তিনি অসুস্থ। কিন্তু আইনজীবীরা জেলে তার সাথে দেখা করে এসে বলেছেন তিনি সুস্থ আছেন। এ ধরনের মামলায় সাবেক রাষ্ট্রপতি এরশাদ তিন বছর জেল খেটেছিলেন। আর খালেদা জিয়া তো মাত্র ২ মাস জেলে আছেন। তাই আমি তার জামিনের বিরোধিতা করেছি। দু’দিন স্থগিতের জন্য বলেছিলাম আদালতকে। কিন্তু আদালত সেটি আমলে নেননি।’

তিনি আরও বলেন, তার বয়স ও মামলায় আগেও জামিনে ছিলেন এসব বিবেচনায় নিয়ে আদালত মঞ্জুর করেছেন বলে জেনেছি।

Exit mobile version