Site icon Jamuna Television

সিরাজগঞ্জে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কামারখন্দে পানিতে ডুবে জান্নাতুল খাতুন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের কামারখন্দে পানিতে ডুবে জান্নাতুল খাতুন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মিথিলা (৫) নামে আরেক শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কামারখন্দ উপজেলার কর্ণসূতি গ্রামে এ ঘটনা ঘটে। শিশু জান্নাতুল ওই গ্রামের নুরুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানান, গত কয়েক দিন আগে ঢাকা থেকে শিশু জান্নাতুল বাড়িতে বেড়াতে আসে। জান্নাতুল ও পাশের বাড়ির মিথিলা বাড়ির পাশে খালে ভেলায় করে খেলা করছিল। এক পর্যায়ে তারা দু’জনই খালের পানিতে পড়ে যায়। পরে মিথিলা ছটফট করতে থাকলে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে। বাড়ির আশে পাশে কোথাও জান্নাতুলকে না পেয়ে খালে খুঁজতে থাকে। এক পর্যায়ে পানির নিচ থেকে জান্নাতুলকে উদ্ধার করে। পরে দু’জনকে হাসপাতালে নেয়া হলে জান্নাতুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত মিথিলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ইউএইচ/

Exit mobile version