Site icon Jamuna Television

চাকরি খুঁজতে গিয়ে নিজেই হারিয়ে গেলেন যুবক! মরদেহ মিললো নদীর তীরে

চাকরির খুঁজতে গিয়ে নিজেই হারিয়ে গেলেন মাহতাব।

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জ সদরে ধলেশ্বরী নদীর তীর থেকে শেখ মোহাম্মদ মাহতাব (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে মুক্তারপুর নৌ-পুলিশ।

সোমবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার কাঠপট্টি লঞ্চঘাট এলাকায় নদীর তীর থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাহতাব নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজির বাতানপাড়া এলাকার শেখ মোহাম্মদ হাসান এর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, গতকাল রোববার সন্ধ্যায় চাকরির খোঁজে বাসা থেকে বের হয় মাহতাব। এরপর থেকে নিখোঁজ ছিল সে। পড়ালেখা শেষ করে চাকরি খুঁজছিল সে। তার বাবা তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থাও করেছিলো। কিন্তু বেকার থাকায় খুব বেশি হতাশাগ্রস্ত ছিলেন মাহতাব।

মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের উপ-পরিদর্শক নুরুল ইসলাম জানান, ৯৯৯ এ কল পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। ছেলেটি বেকার ও হতাশাগ্রস্ত ছিল বলে পরিবার সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে। উদ্ধারকৃত লাশটি ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করেনি। তবে যেহেতু বিষয়টি সন্দেহজনক তাই তদন্ত করে দেখা হবে।

Exit mobile version