Site icon Jamuna Television

নির্মাণাধীন বাড়ির নিচে মিললো মালিকের হাত-পা বাঁধা মরদেহ

ফাইল ছবি।

চট্টগ্রামে নির্মাণাধীন ভবনের নিচ থেকে মিলেছে মালিকের হাত পা বাঁধা মরদেহ। রোববার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর খুলশী জালালাবাদ হাউজিং এলাকার একটি ৫তলা বিশিষ্ট বাড়ি থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয় লাশ।

নিহত ওই ব্যক্তির নাম নিজাম পাশা (৬৫)। পেশায় তিনি একজন ব্যবসায়ী। তার স্ত্রীর দাবি, ফটিকছড়ির গ্রামের বাড়ি থেকে আসা-যাওয়া করে ভবন নির্মাণ কাজ তদারকি করতেন নিজাম পাশা। রোববার সন্ধ্যা থেকে তার খোঁজ না পেয়ে বিষয়টি খুলশী থানা পুলিশকে জানানো হয়।

পুলিশের সন্দেহ, চাঁদাবাজির কারণে অথবা নিরাপত্তাকর্মীর সাথে মনোমালিন্যের জেরে নেজাম পাশাকে হত্যা করা হতে পারে। তার শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ। বাড়ির দারোয়ান ঘটনার পর থেকেই পলাতক।

এ ঘটনায় খুলশী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠিয়েছে পুলিশ। তবে এখনও কাউকে আটক করা যায়নি।

Exit mobile version