Site icon Jamuna Television

মিয়ানমারকে চাপ দিতে জাতিসংঘের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে দেশটিকে চাপ দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রবার্ট ওয়াটকিনস প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করতে আসলে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, বিপুল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়ার প্রেক্ষিতে উদ্বাস্তু সনাক্তকরণ জরুরি হয়ে পড়েছে। এ প্রক্রিয়া সম্পাদনে প্রয়োজনীয় সহযোগিতা দেয়ার প্রস্তাব দিয়েছে জাতিসংঘ। নতুন করে আনুমানিক ১ লক্ষ ২৬ হাজার রোহিঙ্গা বাংলাদেশে উদ্বাস্তু হিসেবে অনুপ্রবেশ করেছে বলে জাতিসংঘের তরফ থেকে বলা হচ্ছে।

বৈঠকে, সামনের দিনগুলোতে পরিস্থিতি আরো খারাপ হতে পারে এমন আশঙ্কার কথা উঠে আসে। সরকার উদ্বাস্তুদের তালিকা করতে বিজিবিকে নির্দেশ দিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। নারী-শিশু, বৃদ্ধসহ যারা বেশি ভুক্তভোগী তাদের মানবিক সহায়তা দেয়া হচ্ছে। মিয়ানমারের বিদ্রোহীদের কারা অর্থ ও অস্ত্র সরবরাহ করছে তা খুঁজে বের করতেও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version