Site icon Jamuna Television

নেপালে ইউএস বাংলা’র বিমান বিধ্বস্ত

নেপালের কাঠমাণ্ডুতে ত্রিভূবন বিমানবন্দরে বিধ্বস্ত হয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান। এখন পর্যন্ত ৮ জনের মরদেহ উদ্ধার হয়েছে। বিমানটিতে ৭১ জন আরোহী ছিলেন, যাদের ৬৭ যাত্রী ও চারজন ক্রু।

ত্রিভূবন বিমানবন্দর কর্তৃপক্ষের মুখপাত্র প্রেম নাথ ঠাকুর জানান, দুপুর সোয়া দুইটার দিকে দুই নম্বর রানওয়েতে অবতরণের সময় ছিটকে পড়ে ফ্লাইট BS211। রানওয়ের পাশের ফুটবল মাঠে আছড়ে পড়লে আগুন ধরে যায় ড্যাশ কি ফোর জিরো জিরো মডেলের বিমানটিতে।

ইউএস বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানের যাত্রীদের মধ্যে ৩০ জনের মতো বাংলাদেশি যাত্রী। আরও প্রায় ৩০ জন নেপালের নাগরিক। বাকিরা বিদেশি, যাদের মধ্যে একজন মালদ্বীপের নাগরিক থাকতে পারেন। তবে এ তথ্য পুরোপুরি নিশ্চিত নয় বলে তারা জানিয়েছেন। ওদিকে, ত্রিভূবন বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আরোহীদের মধ্যে ৩৭ জন পুরুষ, ২৭ জন মহিলা এবং ২ জন শিশু।

দুর্ঘটনার পর ত্রিভূবন বিমানবন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। বাতিল করা হয়েছে সব ধরণের ফ্লাইট। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। নেপালের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থলে গিয়েছেন, তদারকি করছেন সর্বশেষ পরিস্থিতি।

Exit mobile version