Site icon Jamuna Television

খুচরা পয়সা দিয়েছে ক্রেতা, দোকানদার পাঠালো টুকরো টুকরো খাবার!

টুকরো টুকরো করে পাঠানো স্যান্ডউইচ। ছবি: সংগৃহীত।

দুই পিস পাউরুটির মাঝে মাংসের পুর ভরা একটি স্যান্ডউইচ। সেটিকে ছোট্ট ছোট্ট টুকরো করে কাটা হয়েছে। এক একটি টুকরা এতটাই ছোট যে খাওয়া তো দূরের কথা আঙুলের ফাঁকে ধরে রাখাই কঠিন। কেনার পর তা খেতে গিয়ে এমনই অভিজ্ঞতার মুখোমুখি হলেন এক ব্যক্তি।

যে ক্যাফে ওই খাবার সরবরাহ করেছে, তারা কেন এমন করলো, তার অবশ্য একটা ব্যাখ্যা পাওয়া গেছে।

আনন্দবাজার পত্রিকা জানায়, সামাজিক মাধ্যমে স্যান্ডউইচটির ছবি দিয়ে ওই ব্যক্তি লিখেছিলেন, ‘উনি স্যান্ডউইচের দাম দিয়েছিলেন ১০ পেনির কয়েনে। বদলে এটা পেয়েছেন!’

টুকরো টুকরো করা স্যান্ডউইচের ওই ছবিটি মুহূর্তে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ব্যাপারটি অনেকেই ‘ইটের বদলে পাটকেল’ বলে মজা করেছেন।

তবে অনেকে আবার ক্ষুব্ধও হয়েছেন। তার বক্তব্য, কেউ তার কষ্টোপার্জিত অর্থ কী ভাবে খরচ করবেন, সেটি পুরোপুরি তার সিদ্ধান্ত। ক্যাফেটি ওই কয়েন না নিতে পারত। তা না করে তারা অর্ডার নিয়েছে। এবং প্রতিশোধ নিতে অতিরিক্ত সময় ব্যয় করেছে।

Exit mobile version