Site icon Jamuna Television

নিজেকে ‘বিয়ে’ করা সেই মডেলকে বিপুল অর্থসহ বিয়ের প্রস্তাব আরব শেখের

মডেল ক্রিস গ্যালেরা। ছবি: সংগৃহীত।

সম্প্রতি নিজের সাথে নিজে বিয়ে করে বিশ্বকে তাক লাগিয়ে দেন ব্রাজিলের মডেল ক্রিস গ্যালেরা। পুরুষের ওপর নির্ভর করতে করতে বিরক্ত ক্রিস তাই নিজেকেই নিজের জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন। বিয়ের পোশাকে চার্চের সামনে তার ছবি ভাইরালও হয় সোশ্যাল মিডিয়ায়। তবে এ ঘটনার পর একটি অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হয়েছেন সেই মডেল।

সংবাদ মাধ্যম টাইমস নাউ নিউজের তথ্য বলছে, নিজের সাথে বিয়ে করার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর তার কমেন্ট বক্সে একজন আরব শেখ তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। ক্রিসকে নিজেকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করার প্রস্তাব দেন ওই ব্যক্তি। সে ক্ষেত্রে মডেলকে ৫ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি টাকায় ৪ কোটি ২৬ লাখ টাকা পণ দিতেও চান তিনি।

ক্রিস জানান, এ প্রস্তাব পেয়ে আমি অবাক হয়ে যাই। বিষয়টি নিয়ে আমি ওই আরব শেখের সাথে যোগাযোগও করি। জানতে পেরে সরাসরি আমি তাকে নাকচ করে দিই। ক্রিস বলেন, আমি বিক্রি হওয়ার মতো কোনও পণ্য নই।

Exit mobile version