Site icon Jamuna Television

যে কারণে টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন মঈন আলি

সাদা পোষাকে উইকেট শিকারের পর মঈন আলি।

সতীর্থ বেন স্টোকস যে সুযোগ পেয়েছেন, তিনিও তা পেলে তার টেস্ট ক্যারিয়ারটা আরও সমৃদ্ধ হত বলে মনে করেন ইংলিশ স্পিনার মঈন আলি । সাদা পোষাক তুলে রাখা প্রসঙ্গে মঈন আলি বলেন, টেস্ট ক্রিকেট থেকে আগ্রহ হারাইনি , বরং সেরাটা দেয়ার সামর্থ্য হারিয়েছি বলেই বিদায় জানাচ্ছি সাদা পোশাকের ক্রিকেটকে । টেস্ট ক্যারিয়ারের বিদায় বেলায় মঈন ধন্যবাদ জানিয়েছেন সতীর্থ , দর্শক এবং ক্রিকেট সংশ্লিষ্ট সবাইকে।

চলতি বছরের আগস্টে ইংল্যান্ড-ভারত লিডস টেস্ট । ইংল্যান্ডের ইনিংস এবং ৭৬ রানে জয়ের নায়ক অলি রবিনসন । ড্রেসিংরুমে সতীর্থরা যখন উদযাপনে ব্যস্ত , তখন অন্য কিছু ভাবছিলেন মঈন আলী । সেই টেস্টে দুই ইনিংস মিলে বল হাতে পেয়েছিলেন মোটে ১৫ ওভার , এক ইনিংসে ব্যাট হাতে করেছিলেন মাত্র ৮ রান।

ওভালে পরের টেস্টেও ব্যাটে রান নেই । হঠাৎই মঈন আবিস্কার করলেন , টেস্ট ক্রিকেটটা তাকে দিয়ে আর হচ্ছে না । তিনি তার সেরাটা দিতে চাচ্ছেন, কিন্তু সামর্থ্যে কুলোচ্ছে না ।

টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তটা মনের কোনে উঁকি দিয়েছিল ২০১৯ সালে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পরই । মঈনের দাবি, তখন তিনি তার বোলিং এর পিকে ছিলেন , কিন্তু মাত্র এক ম্যাচ খারাপ করায় তাকে কেন্দ্রিয় চুক্তি থেকে বাদ দেয়া হয় । তখনই আস্তে আস্তে নিজেকে অনেক বেশী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দিকে সরিয়ে নেন মঈন । এমনকি ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটও খুব বেশী খেলেননি ।

টেস্ট ক্যারিয়ারে ১৯৫ উইকেটের পাশাপাশি সেঞ্চুরি ৫টি । সেঞ্চুরির সংখ্যাটা কেন বাড়লো না , তার উত্তরও দিয়েছেন মঈন, আমি মনে করি আমার ব্যাটিংটাকে নষ্ট করা হয়েছে । আমার ব্যাটিং অর্ডার যে পরিমাণ উপর-নিচ করা হয়েছে , তা আমার ফোকাস সরিয়ে দিয়েছে । লর্ডসে একবার আমি ৬ এ ব্যাট করে ৬০ রান করলাম, স্টোকস ব্যাট করলো ৮ এ । কিন্তু সেদিন অ্যালিস্টার কুক এসে আমাকে বললো, তুমি ভালো খেলছো, কিন্তু আগে খেলার সুযোগ পেলে স্টোকস তোমার থেকেও ভালো করবে । আমার কাছে মাঝেমধ্যে ভেতর থেকে অনুভব হয়, স্টোকসের সুযোগটা আমি পেলে আমার টেস্ট ক্যারিয়ারটাও সমৃদ্ধ হত।

সাদা পোশাকটা উঠিয়ে রাখছেন , লর্ডসে একটা সুন্দর কাভার ড্রাইভের পর দর্শকদের হাততালি খুব মিস করবেন মঈন। সলিড টেকনিক এবং টেম্পারমেন্টের এক ব্যাটসম্যানকেও মিস করবে ক্রিকেট বিশ্ব । নিজেই বলেছেন, টেস্ট ক্রিকেট থেকে আগ্রহ হারাননি , কিন্তু সেরাটা দেয়ার সামর্থ্য হারিয়ে ফেলেছেন । তাইতো এখানেই থামছেন । বিদায় মঈন, যথারীতি দেখা হবে রঙ্গিন পোশাকে।

/এসএইচ

Exit mobile version