Site icon Jamuna Television

ফ্রান্সের প্রেসিডেন্টের ওপর ডিম হামলা

ছবি: সংগৃহীত।

ফ্রান্সে রেস্তোরাঁ ও হোটেল বাণিজ্য মেলা পরিদর্শনে গিয়ে এবার ডিম হামলার শিকার হয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁন।

সোমবার (২৭ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর লিওনে এই ঘটনা ঘটেছে বলে জানায় ডেইলি মেইল।

ডিমটি ম্যাক্রোঁনের কাঁধে আঘাত করলেও তা ফেটে যায়নি। প্রেসিডেন্টের নিরাপত্তা দলের সদস্যরা ওই ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে আটক করেন এবং বাণিজ্য মেলার হোটেল কক্ষ থেকে বের করে দেন।

ম্যাক্রোঁন বলেছেন, পরে কোনও সময়ে তিনি ওই ব্যক্তির সাথে যোগাযোগ করবেন।

ডিম নিক্ষেপের পর পরই ম্যাক্রোঁন বলেন, যদি আমাকে তার কিছু বলার থাকে, তাহলে তাকে আসতে দিন। আমি পরে তার সাথে কথা বলব।

দেশটির মধ্যপন্থী প্রেসিডেন্টের জন্য মেলায় অংশগ্রহণকারীদের উষ্ণ অভ্যর্থনা অনুষ্ঠানে আকস্মিক ঝামেলা শুরু হয়েছিল তার এক ঘোষণার পর। রেস্তোরাঁয় ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধিত বকশিশের ওপর আর কর ধার্য করা হবে না, ঘোষণা দেয়ার পর ওই ব্যক্তি ডিম ছুঁড়ে মারেন।

উল্লেখ্য, গত জুনে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর ভ্যালেন্সে শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে হাত মেলানোর সময় ক্ষুব্ধ এক ব্যক্তি ম্যাক্রোঁনের গালে সজোরে থাপ্পড় মারেন। সেই সময় ফরাসি এই প্রেসিডেন্টকে থাপ্পড় মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

Exit mobile version