Site icon Jamuna Television

পাকিস্তানে গুঁড়িয়ে দেয়া হলো জিন্নাহর মূর্তি

ছবি: সংগৃহীত।

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের বন্দর নগর গাওদারে দেশটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর মূর্তি গুঁড়িয়ে দিয়েছে সেখানকার স্বাধীনতাকামী দল বালুচ লিবারেশন আর্মি (বিএলএ)।

পাকিস্তানের জাতীয় দৈনিক ডন’র এক প্রতিবেদনে এমন খবর জানানো হয়।

গাওদারের ডেপুটি কমিশনার অবসরপ্রাপ্ত মেজর আবদুল কবির খান বিবিসি উর্দুকে জানান, মূর্তির বিভিন্ন অংশে আগেই বিস্ফোরক স্থাপন করেছিল দুষ্কৃতিকারীরা। সোমবার (২৭ সেপ্টেম্বর) ভোরের দিকে সেগুলো বিস্ফোরিত হয়েছে।

গাওদারে জিন্নাহর মূর্তিটি স্থাপন করা হয়েছিল চলতি বছর শুরুর দিকে। বেলুচিস্তানের স্বাধীনতার জন্য আন্দোলন চালিয়ে যাওয়া দল বালুচ লিবারেশন আর্মি হামলার দায় স্বীকার করেছে।

তবে সুনির্দিষ্টভাবে কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও শনাক্ত করা যায়নি। সিসিটিভির ফুটেজে যদিও কয়েকজন মুখোশধারী ব্যক্তিকে মুর্তির আশপাশে ঘোরাঘুরি করতে দেখা গেছে, কিন্তু কারোর চেহারা বোঝা যায়নি।

এখন পর্যন্ত এ ঘটনায় জড়িত সন্দেহে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Exit mobile version