Site icon Jamuna Television

টিকটক’ই পথের কাঁটা হলো দীঘির

টিকটক'ই পথের কাঁটা হলো দীঘির

ছবি: সংগৃহীত

‘টিকটক’ সিনেমাতে অভিনয়ের পথের কাঁটা হয়ে দাঁড়ালো। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার নতুন সিনেমা ‘মানব দানব’-এ অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন দীঘি। তার বিপরীতে অভিনয় করবেন ভারতের ‘বরবাদ’ খ্যাত বনি সেনগুপ্ত। গোটা বিষয়টা প্রায় চূড়ান্ত ছিল।

কিন্তু শাপলা মিডিয়ার মালিক সেলিম খানের এক আপত্তিতে সিনেমাটি থেকে বাদ পড়লেন দীঘি।

প্রযোজক তার টিকটক করা নিয়ে আপত্তি তুলেছেন। তিনি তিনটি শর্ত দিয়েছেন দীঘিকে। আর তা হলো, পরপর শাপলা মিডিয়ার ৫টি সিনেমায় অভিনয় করতে হবে তাকে। দ্বিতীয় হলো- টিকটক ও ফেসবুকে বেশি ছবি-ভিডিও দেওয়া যাবে না। তৃতীয় শর্ত ছিল- ১৭ অক্টোবর থেকে শুটিং করতে হবে। আর সেসব শর্ত মানতে না পারায় সিনেমাটিতে থাকছেন না এ অভিনেত্রী।

তবে দীঘি দাবি করছেন, অনুদানের সিনেমায় ব্যস্ত থাকবেন বলে সময় দিতে পারছেন না তিনি।

এনএনআর/

Exit mobile version