Site icon Jamuna Television

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সারাদেশে টিকাদান ক্যাম্পেইন

ফাইল ছবি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আজ সারাদেশে একদিনের বিশেষ ক্যাম্পেইনে ৭৫ লাখ ডোজ করোনা টিকা দেয়া হবে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে এই টিকাদান কার্যক্রম শুরু হবে। এই ক্যাম্পেইনে অগ্রাধিকার পাবেন ২৫ বছর বা তারচেয়ে বেশি বয়সীরা। তবে যারা এরইমধ্যে নিবন্ধন করেছেন তাদেরকেই আগে এসএমএস দেয়া হবে।

গর্ভবতী এবং দুগ্ধদানকারী মায়েদের এই ক্যাম্পেইনে ভ্যাকসিন দেয়া হবে না। টিকা নেয়ার সময় জাতীয় পরিচয়পত্র ও টিকা কার্ড নিয়ে যেতে বলা হয়েছে। আজ যারা প্রথম ডোজ টিকা নেবেন অক্টোবরের ২৮ তারিখে দ্বিতীয় ডোজ পাবেন তারা।

Exit mobile version