Site icon Jamuna Television

ঝিনাইদহে পরিত্যক্ত ৩টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার

ছবি: সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুরে মাটিতে পুতে রাখা অবস্থায় পরিত্যক্ত ৩টি পাকিস্তানের তৈরি এম-৩৬ আরজেস্ট হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে র‌্যাব।

সোমবার দুপুরে ঝিনাইদহ র‌্যাব-৬ পৌর এলাকার ডাকবাংলো পাড়ার একটি কলা বাগান থেকে মাটিতে পুতে রাখা অবস্থায় গ্রেনেডগুলি উদ্ধার হয়। পরে র‌্যাবের খুলনা বোমা ডিসপোজাল ইউনিট উদ্ধারকৃত হ্যান্ড গ্রেনেড ৩টি নিষ্ক্রিয় করে।

ঝিনাইদহ র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর মীর্জা মোহাম্মদ শরিফুল আহসান জানান, র‌্যাব জানতে পারে বীর মুক্তিযোদ্ধা সামছুদ্দিন মন্ডলের ছেলে উজ্জ্বলের বাড়ির পাশের কলা বাগানের মধ্যে আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ থাকতে পারে এমন আশঙ্কায় সোমবার সকালে র‌্যাবের বোমা ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে আসে ও অনুসন্ধান চালায়। পরে সেখান থেকে মাটিতে পুতে রাখা এম-৩৬ আরজেস্ট হ্যান্ড গ্রেনেডগুলি উদ্ধার হয়। পরে র‌্যাবের খুলনা বোমা ডিসপোজাল ইউনিট উদ্ধারকৃত হ্যান্ড গ্রেনেড ৩টি নিষ্ক্রিয় করে। উদ্ধারকৃত হ্যান্ড গ্রেনেড ৩টি পাকিস্তানের তৈরি বলে জানায় র‌্যাব।

ইউএইচ/

Exit mobile version