Site icon Jamuna Television

করোনা টেস্টের আড়াই কোটি টাকা নিয়ে টেকনোলজিস্ট লাপাত্তা

বিদেশগামীদের করোনার নমুনা পরীক্ষার প্রায় দুই কোটি ৫৮ লাখ টাকা আত্মসাৎ।

খুলনায় বিদেশগামীদের করোনার নমুনা পরীক্ষার প্রায় দুই কোটি ৫৮ লাখ টাকা আত্মসাৎ করে আত্মগোপন করেছেন খুলনা জেনারেল হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট প্রকাশ কুমার দাস। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ।

তিনি বলেন, প্রকাশ কুমার দাস বিদেশগামীদের করোনার নমুনা পরীক্ষার ফি গ্রহণের দায়িত্বে ছিলেন। কিন্তু দীর্ঘ দিন ধরে প্রতিদিন যত জন পরীক্ষা করাতেন, তার থেকে কম সংখ্যক নাম খাতায় লিপিবদ্ধ করে বাকি টাকা আত্মসাৎ করতেন।

তিনি বলেন, প্রকাশ যে তালিকা দিতেন সে অনুযায়ী ক্যাশিয়ার টাকা বুঝে নিতেন। এ নিয়ে গত এপ্রিল মাসে হিসাবে গড়মিল আসলে প্রকাশ কুমার দাসকে শোকজ করা হয়। সেসময় থেকে সে বারবার সময় নেন। পরবর্তীতে গত ২২ আগস্ট এই ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি গত ১৬ সেপ্টেম্বর প্রকাশ কুমার দাসকে দোষী সাব্যস্ত করে তদন্ত প্রতিবেদন দেয়। এরপর গত ২৩ সেপ্টেম্বর থেকে তিনি আত্মগোপন করেন।

Exit mobile version