Site icon Jamuna Television

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ইনজামাম

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতে ভর্তি হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

ইনজামামের ম্যানেজার গণমাধ্যমকে জানিয়েছেন, তিন দিন ধরে বুকে হালকা ব্যথা অনুভব করছিলেন তিনি। সোমবার সন্ধ্যায় হঠাৎ বুকের ব্যথা বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় ৫১ বছর বয়সী সাবেক এই ক্রিকেটারকে। পরীক্ষায় হার্টে একটি ব্লক ধরা পড়ে তার। তবে ইনজামামের অবস্থা আপাতত স্থিতিশীল আছে বলেই হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।

পাকিস্তানের সফলতম ক্রিকেট অধিনায়কদের মধ্যে ইনজামাম অন্যতম। ওয়ানডেতে পাকিস্তানের সর্বোচ্চ রানের মালিক তিনি। ৩৭৫ ওয়ানডে ম্যাচে তার রান ১১,৭০১। এছাড়াও ১১৯ টেস্টে প্রায় ৯ হাজারের কাছাকাছি রান ইনজামামের।

Exit mobile version