Site icon Jamuna Television

চা বাগানের বাংলো থেকে বিষধর পিট ভাইপার উদ্ধার

শ্রীমঙ্গলে একটি চা বাগানের বাংলোর আঙিনা থেকে বিষধর পিট ভাইপার সাপ উদ্ধার।

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি চা বাগানের বাংলোর আঙিনা থেকে বিষধর পিট ভাইপার সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন শ্রীমঙ্গলের সদস্যরা।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, সোমবার বিকেলে শ্রীমঙ্গল শহর লাগোয়া ভাড়াউড়া চা বাগানের সহকারী ব্যবস্থাপকের বাংলোর আঙিনায় ফুল বাগানের একটি ফুল গাছে সাপটি দেখতে পান মালি। তিনি সেবা ফাউন্ডেশনে যোগাযোগ করার পর তারা সাপটি উদ্ধার করে।

সজল দেব বলেন, এটি উদ্ধার করে নিয়ে আসার পর সাপটি নড়াচড়া করতে পারছিল না। কিছু সময় পরে এটি বমি করে। ধারণা করছি বড় কোনো শিকার খেয়ে আর হজম করতে পারছিল না। এ জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে। সুস্থ মনে হলে মঙ্গলবার লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

ইউএইচ/

Exit mobile version