Site icon Jamuna Television

পৃথিবীর সবচেয়ে ছোট গরু হিসেবে ‘রানী’র স্বীকৃতি দিয়েছে গিনেসবুক

ফাইল ছবি।

মারা গেলেও বাংলাদেশের ‘রানী’ খ্যাত গরুটিকে পৃথিবীর সবচেয়ে ছোট গরু হিসেবে গিনেসবুক অফ ওয়ার্ল্ড রেকর্ড স্বীকৃতি দিয়েছে।

সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করে গিনেস বুক ওয়ার্ল্ড আশুলিয়ার শিকড় অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে মেইল করে। ইতোমধ্যে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে পৃথিবীর সবচেয়ে ছোট গরুর স্বীকৃতি দিয়ে ওয়েবসাইটে রানীর বিষয়টি প্রকাশ করে।

প্রায় ১ বছর আগে নওগাঁ জেলা থেকে গরুটি সংগ্রহ করেছিলেন ফার্ম কর্তৃপক্ষ। গিনেস বুকে নাম লেখানোর জন্য গত ২ জুলাই গিনেস বুক অফ ওয়ার্ল্ড কর্তৃপক্ষের কাছে আবেদন করেন ফার্ম কর্তৃপক্ষ। এরপরই গণমাধ্যম ব্যাপকভাবে প্রচার করলে বিশ্ব দরবারে রানী পরিচয় লাভ করে। খর্বাকৃতির গরুটির ওজন ছিল ২৬ কেজি আর উচ্চতা ২০ ইঞ্চি ও প্রস্থ ছিল ২৭ ইঞ্চি। গরুটির বয়স হয়েছিল ২ বছর।

গত ১৯ আগস্ট পেটে গ্যাস জমে ছোট গরু রানী মারা যায়। পরে ময়নাতদন্ত রিপোর্ট পর্যালোচনা শেষে গিনেস কর্তৃপক্ষ এই রেকর্ডে স্বীকৃতি দেয়।

ইউএইচ/

Exit mobile version