Site icon Jamuna Television

মিয়ানমারে বিদ্রোহীদের ওপর সামরিক জান্তার বিমান হামলা

ছবি: সংগৃহীত

মিয়ানমারের সাগাইং অঞ্চলে জান্তা বিরোধীদের সাথে সংঘাতের পর সেখানে বিমান হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এই হামলার পর বিভিন্ন এলাকায় বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট ও টেলিফোন সংযোগ।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, পিরলেবু এলাকায় চালানো হয় বিমান হামলা। তবে কবে এই হামলা চালানো হয়েছে তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। হতাহতের খবরও জানা যায়নি।

গেলো সপ্তাহে দেশটির চিন প্রদেশ ও মাগওয়া অঞ্চলে অভিযান চালায় জান্তাবাহিনী। সেখানে ১১টি এলাকার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। নির্যাতনে এলাকা ছেড়ে ভারত সীমান্তে আশ্রয় নেয় হাজার হাজার মানুষ।

চলতি বছরের ১ ফেব্রুয়ারি দেশটির ক্ষমতা দখলে নেয় সেনাবাহিনী। এরপর থেকেই চলছে অভিযান।

ইউএইচ/

Exit mobile version