Site icon Jamuna Television

কুমিল্লায় প্রধানমন্ত্রীর জন্মদিনে কারারক্ষীদের টিকাদান

কুমিল্লা ব্যুরো:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে কুমিল্লা কারাগারে কারারক্ষীদের করোনাভাইরাসের টিকা দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে কারাঅভ্যন্তরে কারারক্ষীদের টিকা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এসময় জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন ও সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ উপস্থিত ছিলেন।

কর্মসূচীতে ৩৭০জন কারারক্ষীকে টিকা প্রদান করা হয়। এদিকে আজ গণটিকা কর্মসূচিতে জেলায় ৩ লাখ ৪০ হাজার ব্যক্তিকে টিকা প্রদান করা হবে। ধাপে ধাপে সবাইকে টিকার আওতায় আনা হবে বলে জানান জেলা প্রশাসক।

Exit mobile version