Site icon Jamuna Television

এয়ার কমোডর আব্দুস সামাদকে গ্রেফতারের নির্দেশ হাইকোর্টের

ছবি: সংগৃহীত

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ ইস্যুতে প্রধানমন্ত্রীর টিকচিহ্ন জালিয়াতির ঘটনায় এয়ার কমোডর আব্দুস সামাদকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার নেতৃত্বাধীন হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন। এই মামলার আসামি বিদেশে পালিয়ে থাকলেও রেড অ্যালার্ট জারি করে গ্রেফতারের নির্দেশ দেন আদালত।

এ সময় আদালত বলেন, এই ঘটনা সাংঘাতিক ও অবিশ্বাস্য দুর্নীতির নজির। তাই মামলার তদন্ত ৬ মাসে শেষ করতে দুদককে নির্দেশ দেন। একইসাথে মামলার বিচারকাজ শেষ করতেও বিচারিক আদালতকে নির্দেশ দেন হাইকোর্ট।

ইউএইচ/

Exit mobile version