Site icon Jamuna Television

২০০ দিন পর ভারতে ২০ হাজারের নিচে দৈনিক সংক্রমণ

ছবি: সংগৃহীত।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ১৮ হাজার ৭৯৫ জন। এর আগে গত ১০ মার্চ দৈনিক সংক্রমণ ছিল ১৭ হাজার ৯২১। তারপর ধীরে ধীরে বাড়তে বাড়তে মে মাসে দৈনিক শনাক্ত বেড়ে দাঁড়ায় চার লক্ষাধিক। ২০১ দিন পর তা ফের কমল। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে দেশটিতে মোট করোনা রোগীর সংখ্যা ৩ কোটি ৩৬ লক্ষ ৯৭ হাজার ৫৮১। এদিকে, মৃত্যুর সংখ্যাও কমেছে ২৪ ঘণ্টায়। মঙ্গলবার একদিনে ১৭৯ জনের প্রাণ গেছে করোনায়।

এ নিয়ে প্রায় ছয়মাস পর দৈনিক মৃত্যু ২০০-র নীচে নামল। সর্বশেষ গত ২৩ মার্চে দৈনিক মৃত্যু ২০০ এর নিচে ছিল। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪ লক্ষ ৪৭ হাজার ৩৭৩।

বর্তমানে দেশটিকে করোনার হটস্পটে পরিণত হয়েছে কেরালা। রাজ্যের হিসেবে এখন সবচেয়ে বেশি সংক্রমিত হচ্ছে কেরালাতেই। এছাড়া মহারাষ্ট্র, কর্নাটক, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ নিয়ন্ত্রণেই রয়েছে দৈনিক সংক্রমণ।

Exit mobile version