Site icon Jamuna Television

গণআন্দোলনের মাধ্যমেই সরকারের পতন ঘটবে: খন্দকার মোশাররফ

গনআন্দোলনের মাধ্যমেই সরকারের পতন ঘটবে: খন্দকার মোশাররফ

ছবি: সংগৃহীত

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে গণআন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে কৃষক দলের মানববন্ধনে তিনি এ হুঁশিয়ারি দেন।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আন্দোলনের মাধ্যমেই সরকারকে বিতাড়িত করা হবে। বর্তমান সরকার দেশ পরিচালনায় ব্যর্থ বলেও মন্তব্য করেন তিনি। বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম লাগামহীনভাবে বাড়ছে। সাধারণ মানুষের জীবন বিপন্ন বলেও জানান তিনি। সরকারের পতনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান বিএনপির এই নেতা।

এনএনআর/

Exit mobile version