Site icon Jamuna Television

ব্যাংক থেকে সব অর্থ তুলে নিচ্ছেন আফগানরা, ধসের মুখে ব্যাংকিং খাত

কাবুলে অবস্থিত ইসলামিক ব্যাংকের হেডঅফিস। ছবি: সংগৃহীত।

আগস্টে তালেবান আফগানিস্তানের দখল নেয়ার আগে থেকেই দেশটির ব্যাকিং খাতে খরা শুরু হয়। এখন সে দুর্দশা আরও জটিল হয়ে উঠেছে। গোটা ব্যাংকিং খাতই এখন ব্যাপক হুমকির মুখে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আফগানিস্তানের ইসলামিক ব্যাংকের প্রধান নির্বাহী সায়েদ মুসা কালিম আল-ফালাহি। খবর বিবিসির।

কাবুলের অস্থিতিশীল পরিস্থিতির কারণে বর্তমানে দুবাইয়ে আছেন মুসা। সেখান থেকে বিবিসিকে তিনি জানান, আফগানিস্তানের নাগরিকরা এখন ভয়ের মুখে ব্যাংক থেকে তাদের সমস্ত অর্থ তুলে নিচ্ছেন ব্যাপক হারে। কেউই আর এই মুহূর্তে ব্যাংকে অর্থ রাখতে আগ্রহী নন। ফলে গোটা ব্যাংকিং ব্যবস্থা এখন আরও অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে।

মুসা আরও বলেন, আফগানিস্তানের ব্যাংকিং খাত থেকে শুরু করে মোট দেশজ উৎপাদন বা জিডিপির ৪০ শতাংশই নির্ভর করে বিদেশি সহায়তার ওপর। তবে তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকেই পশ্চিমা দেশগুলো থেকে শুরু করে অনেকেই আন্তর্জাতিক ফান্ডগুলোকে আটকে দিয়েছে। তাই সব মিলিয়ে দেশটিতে বর্তমানে অর্থনৈতিক অবকাঠামো হুমকির মুখে। এ পরিস্থিতি কাটাতে তাই তালেবানকে এখন অন্য কোনও উৎসের দিকে নজর দেয়ার পরামর্শ দিয়েছেন মুসা।

বিষয়টি নিয়ে তালেবান এখন চীন এবং রাশিয়ার সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে। চীন এরই মধ্যে সাহায্যের ব্যাপারে তাদের আগ্রহের কথা প্রকাশ করেছে। খাদ্য ও করোনা টিকাসহ মোট ৩১ মিলিয়ন ডলারের সহায়তা পাঠানোর কথা ঘোষণা করেছে দেশটি। মুসা মনে করেন, এভাবে আলোচনার মাধ্যমে এক সময় সফল হবে তালেবান।

Exit mobile version