Site icon Jamuna Television

বিশ্বকাপ নিয়ে নিজের ভাবনা জানালেন মাহমুদউল্লাহ

আগামি মাসেই শুরু হবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টির বিশ্ব আসর। বাছাইপর্ব পার হয়ে মূল পর্বে খেলতে নামবে বাংলাদেশ। দলের অধিনায়ক মাহমুদউল্লাহ আশাবাদী এ আসর নিয়ে। কারণ, জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাসী দলই যে যাবে আসরটিতে।

এমন কিছু সমস্যা রয়েছে যার সমাধান করার মত প্রতিভা বাংলাদেশ দলে নেই। সেই জায়গাটার নাম পাওয়ার হিটিং। টপঅর্ডার কিংবা মিডলঅর্ডারে নেই মার্টিন গাপ্টিল, জস বাটলার কিংবা হার্দিক পান্ডিয়ার মত অতি আক্রমণাত্নক কেউ। সেই ঘাটতিটা পোষাতে অধিনায়ক আস্থা রাখছেন সতীর্থদের ওপর। লোয়ার অর্ডারে নুরুল, আফিফ, শামীমের সামর্থ্যে আস্থা রাখছেন অধিনায়ক। টিম হিসেবে খেলাতেই দলের সাফল্য আসবে বলে বিশ্বাস করেন তিনি। বোলিং-ই বাংলাদেশ দলের বড় শক্তির জায়গা মানছেন রিয়াদ। ব্যাটিংয়ের সমস্যাও দ্রুত কাটিয়ে উঠতে পারবে দল এমন আশা তার।

বরাবর বিনয়ী মাহমুদউল্লাহর বড় ভরসার জায়গার নাম সাকিব আল হাসান। সাকিব আইপিএলে খেলার সুযোগ পান বা না পান তার ম্যাচ ফিটনেস নিয়ে মোটেও চিন্তিত নন মাহমুদউল্লাহ রিয়াদ। বড় আসরে ঠিকই সাকিব ব্যবধান গড়ে দেবেন বলে বিশ্বাস অধিনায়কের।

তিনি বলেন, আশা করছি দলের ব্যাটিংয়ে যে দুর্বলতা ধরা পড়েছে গত কয়েক সিরিজে বিশ্বকাপে সেই ব্যর্থতা ঢেকে যাবে। গত কয়েকটা ম্যাচে আমাদের টপ অর্ডার হয়তো রান করতে পারেনি। কিন্তু একটা কিংবা দুইটা ম্যাচে ভাল খেললেই তাদের আত্মবিশ্বাস ফিরে আসবে।

ক্যারিয়ারে অনেক চড়াই-উৎরাই দেখেছেন মাহমুদউল্লাহ। এখন পেয়েছেন সুসময়ের দেখা। সেটা দীর্ঘায়িত করতে দুবাই-আবুধাবিতে দলীয় সাফল্যের বিকল্প নেই।

Exit mobile version