Site icon Jamuna Television

রিয়াল, বার্সা ও য়্যুভেন্টাসের বিপক্ষে আইনি লড়াই বন্ধ করলো উয়েফা

ছবি: সংগৃহীত

সুপার লিগের সঙ্গে এখনও যুক্ত থাকা তিন ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও য়্যুভেন্টাসের বিপক্ষে আদালতের লড়াই বন্ধ করলো ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা।

উয়েফা, ফিফা ও সমর্থকদের বিরোধিতায় সুপার লিগ থেকে সরে আসে ম্যানইউ, সিটি, লিভারপুল, চেলসি, ইন্টার, এসি মিলানের মত দলগুলো। কিন্তু এখনও পর্যন্ত সুপার লিগ সিদ্ধান্তে অনড় তিন জায়ান্ট রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও য়্যুভেন্টাস। এই তিন ক্লাবকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বহিষ্কার ও শাস্তি দিতে আদালতে যায় উয়েফা। কিন্তু স্পেনের আদালত উয়েফার এই আপিল নাকোচ করে দেয়। যার পরিপ্রেক্ষিতে আইনি লড়াই থামিয়ে দেবার ঘোষণা দিলো সংস্থাটি।

এর আগে, গত ২৫ মে ২০২১ তারিখে বিতর্কিত সুপার লিগের বিপক্ষে ডিসিপ্লিনারি মামলা দায়ের করে উয়েফা। মামলা দায়েরের ফলে পরবর্তী চ্যাম্পিয়ন্স লিগের জন্য নিষিদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা আর য়্যুভেন্টাসের মত জায়ান্ট ক্লাবগুলোর। সেই সম্ভাবনা এখন অনেকটাই দূরীভূত হলো।

Exit mobile version