Site icon Jamuna Television

ঘূর্ণিঝড় গুলাব: পশ্চিমবঙ্গে রেড অ্যালার্ট জারি

ছবি: সংগৃহীত।

ক্রমে আরও শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় গুলাব। এর জেরে পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। রাজ্যের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আছে। নিচু এলাকায় পানি জমতে পারে বলেও জানাচ্ছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। খবর টাইমস অব ইন্ডিয়ার।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ভারতের আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, রেড অ্যালার্ট জারিকৃত এসব অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা আছে। এর ফলে বুধবার পর্যন্ত উত্তাল থাকবে সমুদ্র। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

এ দিকে, এরই মধ্যে এ রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টি শুরু হয়েছে। বুধবারের মধ্যে নিম্নচাপ আরও শক্তিশালী হতে পারে বলে মনে করছেন আবহবিদরা। এরই মধ্যে পুনে এবং হায়দরাবাদে নদীতে পানির স্তর বাড়ছে আশঙ্কাজনকভাবে। সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

Exit mobile version