Site icon Jamuna Television

উন্মুক্ত স্থানে বিয়ে ও অন্যান্য সামাজিক অনুষ্ঠান আয়োজনের অনুমোদন দিলো উত্তর প্রদেশ সরকার

উত্তরপ্রদেশের মূখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

এবার উন্মুক্ত জায়গায় বিয়ের অনুষ্ঠান ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানের অনুমতি দেয়া হল উত্তর প্রদেশে। উত্তর প্রদেশের প্রাদেশিক সরকারের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে করা এক টুইটে এ সংক্রান্ত নির্দেশ দেয়া হয়েছে।

তবে এসব অনুষ্ঠানের আয়োজন কোভিড প্রোটোকল মেনেই করতে হবে বলে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও খোলা জায়গায় সামাজিক অনুষ্ঠান করতে বাধ্যতামূলক করা হয়েছে কোভিড হেল্প ডেস্কের উপস্থিতি।

করোনার প্রকোপ এখন অনেকটাই কমে এসেছে ভারতের উত্তরপ্রদেশে। স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে যোগী আদিত্যনাথের রাজ্য। অবশ্য প্রদেশের যে অঞ্চলে অনুষ্ঠান হচ্ছে সেখানে যদি একাধিক কোভিড সংক্রমণ কেস সক্রিয় থাকে তবে অনুষ্ঠানের অনুমতি বাতিল করা হবে বলে জানানো হয়েছে।

/এসএইচ

Exit mobile version