Site icon Jamuna Television

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সফরসূচি প্রকাশ

ছবি: সংগৃহীত

করোনার সময় ক্রিকেটের নতুন টার্ম বায়োবাবল আর কোয়ারেন্টাইন। টি২০ বিশ্বকাপে বিড়ম্বনা যেন একটু বেশি। ওমান ও দুবাইতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। তাই দুই দেশে আলাদা তিনবার কোয়ারেন্টাইন করতে হবে বাংলাদেশ দলকে।

বিশ্বকাপের ১৩ দিন আগে ৩ অক্টোবর রাতে ওমানের বিমান ধরবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। সেখানে জৈব সুরক্ষা বলয়ে একদিন হোটেলবন্দী থাকার পর টানা ৩ দিন অনুশীলন। এরপর স্থানীয় একটি দলের বিপক্ষে অনুশীলন ম্যাচ।

তারপরই আইসিসির অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলতে ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ। এখানে পালন করতে হবে আরো একদিনের কোয়ারেন্টাইন।

১২ অক্টোবর শ্রীলঙ্কা আর ১৪ অক্টোবর আবুধাবির ওভাল-১ গ্রাউন্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত হবে প্রস্তুতি ম্যাচ। পরদিন আবারো ধরতে হবে ওমানের বিমান। ১৭ অক্টোবর সেখানেই শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন। স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলবে দলটি।

বাছাইপর্বে সফল হলে সুপার টুয়েলভ খেলতে আবারো যেতে হবে মরুর দেশে। সেরা ১২’র লড়াইয়ে ২২ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে যাবে দল। তিনধাপের কোয়ারেন্টাইনের শেষটা এখানে। ১দিন হোটেলে থেকে শুরু হবে মূল পর্বের লড়াই।

Exit mobile version