Site icon Jamuna Television

বিয়ের জন্য এখনও মানসিকভাবে প্রস্তত নন জায়েদ খান

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক জায়েদ খান।

এখনও বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তত নন জায়েদ খান। এফডিসিতে শিল্পী সমিতির অফিসে বিয়ে সংক্রান্ত এক প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি।

জায়েদ খান বলেন, আমার বাবা মারা গেছেন ছয়মাস হলো, বাবা বলতেন বিয়ে করতে। এখন আমার মা ও বড় ভাইয়েরাও বলেন বিয়ের কথা। কিন্তু আমি মনে করি এখনও বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তত নই আমি। তাই আপাতত বিয়ের কথা ভাবছি না।

নিজের ব্যাপারে জায়েদ খান যমুনা টেলিভিশনকে বলেন, আমি বেসিক্যালি সিঙ্গেল, আমার আপাতত কোনো গার্লফ্রেন্ড নাই। অনেক মেয়েই আমার সাথে দেখা করতে চায় কিন্তু আমি তাদেরকে বলি সমিতিতে এসে দেখা করতে, নাহলে আবার বিতর্ক তৈরি হবে।

উল্লেখ্য, ২০১৭ এর ১৬ ডিসেম্বর মুক্তি পেয়েছিলো তার সর্বশেষ চলচ্চিত্র অর্ন্তজ্বালা। এরপর কোনো শুটিংয়ে দেখা যায়নি ঢাকাই সিনেমার জনপ্রিয় এ চিত্রনায়ককে। তবে সম্প্রতি সোনার চর শিরোনামের তারকাবহুল একটি সিনেমার শ্যুটিং শুরু করেছেন তিনি।

/এসএইচ

Exit mobile version