Site icon Jamuna Television

অবশেষে হচ্ছে আর্জেন্টিনা-ইতালি ম্যাচ

ছবি: সংগৃহীত

কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা ও ইউরো জয়ী ইতালির মধ্যকার ম্যাচ নিয়ে অবশেষে ধোঁয়াশা কাটলো। ২০২২ সালের জুন মাসে অনুষ্ঠিত হবে বিশেষ এ ম্যাচ। ম্যাচটি নিয়ে দক্ষিণ আমেরিকান ফুটবল সংস্থা কনমেবলের সম্মতি নিশ্চিত করেছে ইউরোপিয়ান ফুটবল সংস্থা উয়েফা।

ম্যাচের সময় নির্ধারণ হলেও কোন স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হবে সেটি এখনো নিশ্চিত নয়। তবে ধারণা করা হচ্ছে ম্যারাডোনার সাবেক ক্লাব নাপোলির স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ ম্যাচ। আর্জেন্টাইন ম্যারাডোনা নাপোলি ক্লাবে খেলার কারণে ইতালিতেও সমান জনপ্রিয়।

চলতি বছরের জুনে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে কোপা জিতে দীর্ঘ ২৮ বছরের শিরোপা খরা ঘোচায় আর্জেন্টিনা। আর লন্ডনে অনুষ্ঠিত ইউরো ফাইনালে পেনাল্টি শ্যুটআউটে ইংল্যান্ডকে হারায় ইতালি। তারপর থেকেই দুই মহাদেশের চ্যাম্পিয়নদের মধ্যে একটি ম্যাচের অপেক্ষায় ছিলেন সমর্থকরা।

Exit mobile version