Site icon Jamuna Television

শাহবাগে নির্মাণাধীন ভবন থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার জব্দ

শাহবাগের হাবিবুল্লাহ রোডের নির্মাণাধীন একটি ভবন থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মদ।

র‍্যাবের অভিযানে শাহবাগ থানাধীন হাবিবুল্লাহ রোড এলাকায় একটি নির্মাণাধীন ভবনের নিচতলা ও চারতলা হতে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৪ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এ অভিযান পরিচালনা করে।

ভবনটির নিচতলা, দোতলা এবং তিন তলায় বার ছিল বলে জানা গেছে। বারের স্বত্বাধিকারী, ম্যানেজার, কর্মীসহ অনেককেই অভিযানের সময় পাওয়া যায়নি। অভিযানের শুরুতে দেখা যায়, বারটির স্টোরেজ তালাবদ্ধ অবস্থায় আছে। ভবনের ৪র্থ তলায় বিপুল পরিমাণ অবৈধ মদের মজুদ ছিল। আর নিচে সুড়ঙ্গের ভেতরেও পাওয়া গেছে বিপুল পরিমাণ মাদক। এছাড়া ভবনটিতে রাখা খাটিয়া ও সুড়ঙ্গের নিচেও মাদক পাওয়া গেছে।

জানা গেছে, এ অভিযানে প্রায় ২৫০০ পিস দেশি বিয়ার, ৭০০ বোতল বিদেশি মদ, ১৫০০ পিস বিদেশি বিয়ার উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য কোটি টাকার ওপরে।

নির্মাণাধীন ওই ভবন থেকে তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের থেকে জানা গেছে, যাদের মদ সেবনের লাইসেন্স নেই তারা এখান থেকে মদ নিতো, মূলত লাইসেন্সবিহীন মদের জন্যই পরিচালিত হতো এ গোপন বার। বারের মালিক বৈধ ব্যবসার আড়ালে অবৈধ মদের ব্যবসা চালাত বলে জানিয়েছে র‍্যাব।

/এসএইচ

Exit mobile version