Site icon Jamuna Television

রংপুরে নাইটকোচের ধাক্কায় নিরাপত্তা প্রহরীর মৃত্যু

ছবি: সংগৃহীত

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর:

রংপুর মহানগরীর তাজহাট গলাকাটা মোড়ে নাইটকোচের ধাক্কায় একাব্বর আলী (৪৫) নামের এক ক্লিনিকের নিরাপত্তা প্রহরী মারা গেছেন। বুধবার সকালে এই ঘটনা ঘটেছে।

রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসি (তদন্ত) শাহ আলম জানান, সকাল সাড়ে ৮টায় গলাকাটা মোড়ে রংপুর-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কে শাহ আলী নামের একটি নাইটকোচ সাইকেল আরোহী একাব্বর আলীকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।

একাব্বর আলী পীরগাছার প্রতাপ জয়সেন এলাকার মৃত মহির উদ্দিনের পুত্র। তিনি সকালে বাড়ি থেকে বের হয়ে তার কর্মস্থল নগরীর ডাক্কার ক্লিনিকে যাচ্ছিলেন। সেখানে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

ওসি জানিয়েছেন, নাইটকোচটি পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারকে খবর দেয়া হয়েছে। পরিবারের লোকজন আসার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইউএইচ/

Exit mobile version