Site icon Jamuna Television

ইকুয়েডরের কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৪

ছবি: সংগৃহীত

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইকুয়েডরের একটি কারাগারের কয়েদিদের মধ্যে ভয়াবহ দাঙ্গার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রাণ হারান ২৪ কয়েদি। দাঙ্গায় আহত হয়েছে আরো ৫০ জন।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দেশটির উপকূলীয় শহর গুয়াকুইলের কারাগারে ঘটে এমন ঘটনা।

কারা কর্তৃপক্ষের তথ্য অনুসারে, নিজেদের কর্তৃত্ব ধরে রাখা নিয়ে সৃষ্টি হয় বন্দিদের দু’দলের মধ্যে তীব্র সংঘাত। ছুরি‌ ও পিস্তল ব্যবহারের পাশাপাশি বোমারও বিস্ফোরণ ঘটায় কয়েদিরা। ৫ ঘণ্টার সংঘর্ষের পর পুলিশ এবং সেনাসদস্যদের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।

ইকুয়েডরে কারাগারে দাঙ্গা লাগার ঘটনা নতুন কিছু নয়। গত জুলাইয়ে লাতিন এ দেশটির কারাগারগুলোয় ভয়াবহ আকারে দাঙ্গা ছঁড়ালে জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট। সেসময় বিভিন্ন জেলে প্রাণ যায় অন্তত ১০০ বন্দির। সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত ছিলো ফেব্রুয়ারিতে। ঐমাসে একদিনেই কারাগারে ছড়ানো দাঙ্গায় ৮০ কয়েদির প্রাণ যায়।

Exit mobile version