Site icon Jamuna Television

বলিউড সিনেমায় বক্সিং লেজেন্ড মাইক টাইসন

বলিউড সিনেমায় বক্সিং লেজেন্ড মাইক টাইসন

ছবি: সংগৃহীত

বলিউডের বড় পর্দায় মুখ্য চরিত্রে আসছেন বক্সিং লেজেন্ড মাইক টাইসন। এক টুইট বার্তায় এ খবর জানিয়েছেন বলিউডের নির্মাতা করণ জোহর।

করণ জানান, তার আসন্ন সিনেমা ‘লাইগার’ এ অভিনয় করবেন মাইক। একই সঙ্গে এই সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করবেন দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা ও বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে। পাশাপাশি সিনেমাটির একটি প্রমোশনাল ভিডিও পোস্ট করেন করণ।

এর আগে, ২০০৭ সালে শাহিদ কাপুর অভিনীত ‘ফুল অ্যান্ড ফাইনাল’ সিনেমায় একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তবে মুখ্য চরিত্রে এই প্রথম অভিনয় করছেন তিনি।

এনএনআর/

Exit mobile version