Site icon Jamuna Television

একই বছরে বড় পর্দায় আসছেন দুই খান

একই বছরে বড় পর্দায় আসছেন দুই খান

ছবি: সংগৃহীত

বলিউডের বিগ বাজেটের একাধিক সিনেমা মুক্তি পায়নি গত দেড় বছর ধরে। অবশেষে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন শাহরুখ খান ও সালমান খান। তাদের সিনেমা মানেই বক্স অফিসে ঝড়। তাই চার মাসের ব্যবধানে একই বছরে মুক্তি পাচ্ছে খানদের সিনেমা।

২০২২ সালের ১৫ আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসে মুক্তি পাবে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’। সিনেমাটিতে শাহরুখ খান ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম।

অন্যদিকে আগামী বছরে বড়দিনে মুক্তি পাবে ‘টাইগার ৩’। এ সিনেমায় ক্যাটরিনা কাইফ ও সালমান খান আবারো জুটি বেঁধেছেন। তবে গুঞ্জন রয়েছে দুটি সিনেমাতেই একে অপরকে অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে।

এনএনআর/

Exit mobile version