Site icon Jamuna Television

শেখ হাসিনা দেশে ফিরেছিলেন বলেই গণতন্ত্র আজ মুক্ত: কাদের

শেখ হাসিনা দেশে ফিরেছিলেন বলেই গণতন্ত্র আজ মুক্ত: কাদের

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এসেছিলেন বলেই অবরুদ্ধ গণতন্ত্র মুক্তি পেয়েছে। তিনি ফিরেছেন বলেই যুদ্ধাপরাধী, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে ও জাতি কলঙ্কমুক্ত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার সকালে জাদুঘরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন। এসময়, বঙ্গবন্ধুকে হত্যার পর নির্বাচনকে জিয়াউর রহমান নির্বাসনে পাঠিয়েছিলো মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা মুক্তির সংগ্রাম করছেন সততা ও সাহস দিয়ে।

তবে দেশের রাজনীতিতে আজ মেধাবী মানুষের অভাব। সৎ মানুষ রাজনীতিতে না এলে রাজনীতি অসৎদের হাতে চলে যাবে।

এনএনআর/

Exit mobile version