Site icon Jamuna Television

আর মাঠে ফিরবেন না ওয়ার্নার!

ছবি: সংগৃহীত

আইপিএলে সোমবার (২৭ সেপ্টেম্বর) রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে প্রথম জয় পায় সানরাইজার্স হায়দ্রাবাদ। এই ম্যাচে একাদশে ছিলেন না দলের ওপেনার ও নিয়মিত অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ডাগআউটেও ছিলেন না তিনি। দলকে নেতৃত্ব দিয়েছেন কেন উইলিয়ামসন।

এই ম্যাচে ওয়ার্নারকে একাদশে না রাখায় বিতর্কের সৃষ্টি হয়েছে। এমনকি তার সাথে সানরাইজার্স হায়দ্রাবাদের সম্পর্কচ্ছেদের গুঞ্জনও উঠেছে।

ম্যাচের পর দলটির কোচ ট্রেভর বেলিস বলেছেন, মূলত তরুণদের বাজিয়ে দেখতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এক সংবাদ সম্মেলনে কোচের কাছে ওয়ার্নারের মাঠে না এসে হোটেলে থাকার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি আরও বলেন, এ বার আমরা ফাইনালে যাওয়ার আশা ছেড়ে দিয়েছি। তাই অভিজ্ঞদের বদলে তরুণদের প্রাধন্য দেয়া হচ্ছে।

এদিকে ওয়ার্নারের পোস্টে আগুনে যেন ঘি ঢালা হয়েছে। ভক্তদের উদ্দেশে তিনি লিখেছেন, দুর্ভাগ্যবশত আমি আর থাকছি না। তবে পূর্বের মতই আপনারা দলকে সমর্থন করে যান।

Exit mobile version